কেন ছিল ভালোবাসা অমন আদরমাখা?
আমার ধুলো পরা শার্টেতোমার গায়ের গন্ধ হাটেকাল হয়েছে তোমার সাথে শেষ বিকেলের দেখাকেন ছিল ভালোবাসা অমন আদরমাখা?
আমার ঘামে ভেজা হাতে তোমার নরম হাতটি রেখেমন হারানোর দিনে রৌদ্র-দুপুর খাঁ খাঁকেন ছিল ভালোবাসা অমন আদরমাখা?
আমার কালো সানগ্লাসেতোমার তীক্ষ্ণ দৃষ্টি দেখেবুঝে নিলাম কতখানি আবেগ বুকে রাখাকেন ছিল ভালোবাসা অমন আদরমাখা?
আমার রুক্ষ্ণ কালো চুলেতোমার আঙুল আদর খেলেদহন ঝরা দিনে তোমার কাছে শেখাকেন ছিল ভালোবাসা অমন আদরমাখা?
****
স্বপ্ন বাহন
জ্বালিয়ে যাবে অগ্নি দহনজড়িয়ে থাকা বুকেহোক না আমার দগ্ধ জীবনতুমি থাকো সুখে।
পুড়িয়ে দেয়া প্রেমের সহনপড়িয়ে দেয়া দুঃখেহোক না আমার কাব্য কাহনরক্ত ঝরা শোকে।
হারিয়ে ভালোবাসা যখনতাড়িয়ে বেড়ায় চোখেহোক না আমার স্বপ্ন বাহনতোমায় স্বপ্ন দেখে।
সাড়িয়ে দেয়া স্বপ্ন রোপণসরিয়ে ফেলা তাকেহোক না আমার দূর আলাপনব্যর্থ প্রেমেই থেকে।
এসইউ/