বুধবার দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২১ কোটি ৫৯ লক্ষ ৫৬ হাজার ৫৬৩ টাকা। যা আগের দিনের চেয়ে ১২ কোটি ২৬ লাখ টাকা কম। মোট ৩০৩টি কোম্পানির ১১ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার ২৬০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনকৃত ৩০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে পয়েন্ট ০.৩১ কমে ৪৯৪৩.৭৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক পয়েন্ট ৪.২৭ বেড়ে ১৮২৭.০৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৩.৬০ পয়েন্ট বেড়ে ১১৫৬.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, গ্রামীণ ফোন, হামিদ ফেব্রিক্স, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল, কাশেম ড্রাইসেল, সামিট এলায়েন্স পোটর, ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেম ও বিডি থাই।দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এস. আলম কোল্ড, টু-হাই টেক্সটাইল, অলিম্পিক, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড এয়ার, ডাচ বাংলা ব্যাংক, অগ্নি সিস্টেম, ইউনিক হোটেল, বার্জার পেইন্ট ও গ্রামীণ ফোন।অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, সাইনপুকুর সিরামিক, হামিদ ফেব্রিক্স, অলটেক্স, খান ব্রাদার্স, লেগাছি ফুট, ওয়েস্টর্ন মেরিন, ৮ম আইসিবি, সোনালী আঁশ, আনলিমা ইয়ার্ণ ও প্রগতি লাইফ।