বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্য বৃদ্ধির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, মহাজোট ও অনির্বাচিত অবৈধ সরকারের পুরো আমলটা জুড়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলছে সীমাহীন দুর্নীতি ও লুণ্ঠন। অনির্বাচিত ও অবৈধ সরকার বিদ্যুৎ ও গ্যাস খাতে সীমাহীন দুর্নীতি ও লুণ্ঠন করেছে। আর তা জায়েজ করতে ‘স্পেশাল ইমারজেন্সি পাওয়ার এন্ড এনার্জি এ্যাক্ট-২০১০’ জারি করে।ফখরুল বলেন, সরকার যদি বিদ্যুত, গ্যাস ও তেলের মূল্য বৃদ্ধি করে, তবে জনগণ, গণতান্ত্রিক-রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে আমরা বদ্ধ পরিকর। একইসঙ্গে বিদ্যুত, গ্যাস ও তেল খাতে যে সীমাহীন দুর্নীতির বিস্তৃতি ঘটেছে তা বন্ধ করার জন্যও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানান মির্জা ফখরুল।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, তিনি যে ভাষায় কথা বলছেন একটি সাংবিধানিক পদে থেকে তা বলতে পারেন না। আমরা যতটুকু জেনেছি তিনি (চুপ্পু) ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উচ্চ পর্যায়ের নেতা ছিলেন। যে কারণে তিনি রাজনৈতিক নেতার মতোই বক্তব্য দিয়েছেন। এখতিয়ার অতিক্রম করে এসব বক্তব্য তার মুখে শোভা পায় না।বিএনপি কিভাবে আপসহীন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা জুলুম অত্যাচারের মধ্যেও গুম, খুনের প্রতিবাদে কর্মসূচি পালন করছি। আর আমরা একটি গণতান্ত্রিক দল হিসেবে সভা সমাবেশ, মানবন্ধন করছি। কিন্তু তাতেও সরকার বাধা দিচ্ছে।সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আইনজীবী ব্যারিস্টার তুহিন মালিকের বিরুদ্ধে মামলা করার সমালোচনা করেন মির্জা ফখরুল।এ সময় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।