দেশজুড়ে

চার মাসের বেতন ফেরতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চার মাসের বেতন বেশি আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থীরা। রোববার (১৬ জুলাই) দুপুরে নগরীর মাসকান্দা বাইপাস সড়কে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষকদের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে যান তারা।

এ বিষয়ে কলেজের ছাত্র পরিচালক ফাদার ইউবার্ট আলমা জানান, কয়েক দিন ধরে শিক্ষার্থীরা চার মাসের বেতন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এনিয়ে রোববার সকালে শিক্ষার্থীরা আবারও কথা বললে বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করা হয়। পরে তরা ফিরে যান।

তিনি আরও বলেন, বেতন বিষয়ে ঢাকা নটরডেম কলেজ যে সিদ্ধান্ত নেবে আমরা সেটি বাস্তবায়ন করব। এক্ষেত্রে অবশ্যই সরকারি নির্দেশনা ও বোর্ডের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা পেলে আমরাও শিক্ষার্থীদের চার মাসের বেতন ফেরত দিয়ে দিব।

কলেজের অধ্যক্ষ ফাদার হেমরোম সিএফসি বলেন, নিয়ম অনুযায়ী আমরা ২৪ মাসের বেতন নিয়েছি। এরমধ্যে বোর্ড থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেতন নিতে বলেছে। ঢাকা নটরডেমের সঙ্গে মিল রেখে আমরা সিদ্ধান্ত নিব। শিক্ষার্থীরা আমাদের কথা মেনে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত থেকে সরে যায়।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল বলেন, করোনার কারণে সেশন পিছিয়ে পড়ায় শিক্ষার্থীদের কাছ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেতন আদায় করতে বোর্ডের নির্দেশনা রয়েছে। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, সড়ক অবরোধের মত কোনো ঘটনা ঘটেনি। কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা কিছুক্ষণ মিছিল করেছে। শিক্ষকদের আশ্বাসে শিক্ষার্থীরা সরে যায়।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস