দেশজুড়ে

বেনাপোল পৌরসভায় প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ কাল

রাত পোহালে যশোরের বেনাপোল পৌরসভায় ভোটগ্রহণ শুরু হবে। রোববার (১৬ জুলাই) বিকেলে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) ভোটগ্রহণের সব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাটকীয়ভাবে শনিবার স্বতন্ত্রপ্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ায় এখন মেয়র পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসির উদ্দীন ও স্বতন্ত্রপ্রার্থী মফিজুর রহমান সজন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, যে কোনো মূল্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। অপ্রীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিসি ক্যামেরা ও নির্বাচন কমিশনারের পর্যবেক্ষক টিম থাকবে।

এ পৌরসভার ৯ ওয়ার্ডের ১২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৪ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৩৪১ জন।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস