জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস বৃহস্পতিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস বৃহস্পতিবার। দিবসটি জাতীয়ভাবে এবং দেশের সকল জেলা উপজেলায় যথাযথ মর্যদায় পালিত হবে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এছাড়া বাংলাদেশ শিশু একাডেমী, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রত্মতত্ত্ব অধিদপ্তর ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, আর্কাইভস ও গ্রন্থগার অধিদপ্তর, নজরুল ইস্টষ্টিটিউড, বাংলাদেশ শিল্প একাডেমি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা নিজস্ব ব্যবস্থ্যাপনায় টুঙ্গিপাড়ায় গ্রন্থমেলা, দেশব্যাপী পুস্তক প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে।বঙ্গবন্ধুর উপর ছবি প্রর্দশনী, সকল জাদুঘরের গ্যালারিতে সকাল সন্ধ্যা শিশু কিশোরদের জন্য প্রবেশ ফি ছাড়া খোলা রাখা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ভিত্তিক দলিলপত্র, আলোকচিত্র প্রদর্শনী, জাতীয় গ্রন্থগারভবনে বঙ্গবন্ধু , মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ভিত্তিক পুস্তক প্রদর্শনী, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন  করা হয়েছে।এএস/এআরএস/আরআইপি