সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীসহ সারাদেশে পদযাত্রা করছে বিএনপিসহ সমমনা দলগুলো। বিকেলে রাজপথে নামবে ক্ষমতাসীন আওয়ামী লীগও।
আরও পড়ুন> তথ্যমন্ত্রী/বিএনপিসহ সব দল নির্বাচনে অংশ নিলে গণতন্ত্র শক্তিশালী হয়
মঙ্গলবার বিকেল রাজধানীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে দলটি। ৩টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর সামনে সমাবেশ করবে তারা। এরপর শোভাযাত্রা শুরু হয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও সিটি কলেজের সড়ক হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
আরও পড়ুন> নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না: আ জ ম নাছির
সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।
এসইউজে/এসএনআর/জেআইএম