দেশজুড়ে

জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ৩৭

জয়পুরহাটে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয় দলের অন্তত ৩৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে পৌরশহরের রেলগেট এলাকায় পাল্টাপাল্টি হামলা চালায় দুদল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন পার্টি অফিসের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সেখানে থেকে শান্তি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর পৌনে ৫টার দিকে পার্টি অফিসে ফিরছিল। একই সময় শহরের নতুনহাট থেকে বিএনপির নেতাকর্মীরা স্টেশন রোড হয়ে পদযাত্রা নিয়ে তাদের রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা রেলগেট এলাকায় অবস্থান নিয়ে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের অন্তত ৩৭ জন আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর করেন। এ সময় পুলিশ শটগানের ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে ছাত্রলীগ সভাপতি রাজাসহ আটজন আহত হয়েছেন। এ হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, আওয়ামী লীগ আমাদের পদযাত্রায় হামলা চালিয়ে ২৫ নেতাকর্মী আহত করেছে। একইসঙ্গে আমাদের দলীয় অফিসও ভাঙচুর করেছে তারা।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হয়। এ সময় আমাদের চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।

এসজে/এএসএম