দেশজুড়ে

কক্সবাজার সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মুহাম্মদ আলী তৌহিন (১৫) নামে স্থানীয় এক কিশোর নিখোঁজ হয়েছে। এ সময় তার তিন বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ তৌহিন কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরপাড়া এলাকার মুহাম্মদ হোসেনের ছেলে।

নিখোঁজের বড় ভাই তাওহীদ বলেন, আমার ভাই তার কয়েক বন্ধু মিলে সৈকতে গোসলে যায়। সাগরের প্রবল ঢেউয়ে তৌহিনসহ চার বন্ধু ভেসে যায়। পরে বিচকর্মীরা তিনজনকে উদ্ধার করতে পারলেও আমার ভাই এখনো নিখোঁজ।

সৈকতে কর্মরত বিচকর্মী মাহবুব বলেন, পর্যটকদের সঙ্গে স্থানীয়রাও সৈকতে গোসলে নামে। লাবণী পয়েন্টে গোসল করার সময় ঢেউয়ের সঙ্গে ভেসে যায় চার কিশোর। এ সময় লাইফ গার্ড ও বিচকর্মীরা তিনজনকে জীবিত উদ্ধার করে। তবে তৌহিন নামে ওই কিশোর নিখোঁজ আছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান জাগো নিউজকে বলেন, সন্ধ্যা পর্যন্ত তার হদিস মেলেনি। প্রশাসনের সঙ্গে নিখোঁজের পরিবারের সদস্যরাও আছে। তৌহিনকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম