প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দল। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে গণভবনে তারা সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন।
আরও পড়ুন: কলাগাছের তন্তুর শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী
এ সময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান শাড়িগুলোর কারিগর মৌলভীবাজারের অঞ্জলী দেবী। এরপর প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।
আরও পড়ুন: কলাগাছের তন্তুর কলাবতী শাড়ি তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর
পরে প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলের সবাইকে উপহার দেন।
এসইউজে/বিএ/এএসএম