সাতক্ষীরার তালা উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে বাবার সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত অরুপ কাশ্যপী তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জাগো নিউজকে বলেন, সোমবার রাতে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের সমীর ঘোষের পুত্র দীপ্ত ঘোষের সঙ্গে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শম্পা ভট্টাচার্য এবং আবৃত্তি শিক্ষক আনিছা খাতুনসহ পুলিশের একটি টিম সেখানে হাজির হয়। ওই রাতেই কনেকে নিয়ে বর পালিয়ে যায়।
নাজমুন নাহার আরও বলেন, মঙ্গলবার ওই মেয়ের বাবা অরুপ কাশ্যপীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিয়ের অপরাধে তার সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বর এবং তার বাবাকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন কারাদণ্ডের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম