শরীয়তপুরে বড় ভাইয়ের লাগানো তিনটি গাঁজা গাছসহ ছোট ভাই শহীদুল ছৈয়ালকে (২৪) আটক করেছে ডিবি পুলিশ। পরে ভেদরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়।
বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনদিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
শহীদুল ছৈয়াল ভেদরগঞ্জ উপজেলার ছঁয়গাও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলালউদ্দিন ছৈয়ালের ছোট ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচলক।
আরও পড়ুন: দেড় বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২৫ বছর
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভেদরগঞ্জে ছঁয়গাও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ছঁয়গাও ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে ওই ছেলেকে আটক করেছে পুলিশ। জানা যায় ওই ছেলের বড় ভাই আনোয়ার ছৈয়াল নিজের বাড়ির সামনে তিনটি গাঁজা গাছ লাগিয়ে মালয়েশিয়া চলে গেছেন তিনমাস আগে। তারপর বাড়ি থেকে গাঁজা গাছসহ তার ছোট ভাইকে আটক করে পুলিশ। তাকে তিনদিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেএস/এএসএম