দেশজুড়ে

ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের কানাইপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কানাইপুর আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের বদরপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন (২২) ও বোয়ালমারী উপজেলার সাগর (২৩)। তার বাবার নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, সন্ধ্যায় বাগেরহাট হতে ছেড়ে আসা ফরিদপুর অভিমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মিরাজ হোসেন নিহত হন। সাগরকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আসাদ জানান, সড়ক দুর্ঘটনায় সাগর নামে আহত এক যুবককে হাসপাতালে আনার পর মারা গেছেন।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম