দেশজুড়ে

রাজবাড়ীর দৌলতদিয়া ও দেবগ্রামে নির্বাচন স্থগিত

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে কর্তৃপক্ষ। ৩য় ধাপে আগামী ২৩ এপ্রিল এ দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইউনিয়ন দুটির ছয়টি ওয়ার্ড নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় ওয়ার্ড পুনর্বিন্যাসের কারণে কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।জানা যায়, বিগত ৬ বছরে পদ্মার ভাঙনে দেবগ্রাম ইউনিয়নের ২, ৩ ও ৫ নং ওয়ার্ড সম্পূর্ণ এবং ৪ ও ৬ নং ওয়ার্ডের আংশিক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ বিষয়ে গত ২৮ জানুয়ারী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সভায় রেজুলেশন করে ইউনিয়নের ওয়ার্ড গুলোকে পুনর্বিন্যাসের জন্য জেলা প্রশাসক বরাবার আবেদন করা হয়।অপরদিকে দৌলতদিয়া ইউনিয়নের  ১, ২ ও ৩ নং ওয়ার্ড সম্পূর্ণ এবং ৪ ও ৫নং ওয়ার্ড আংশিক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত ১৯ নভেম্বর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশনসহ ওয়ার্ড গুলোকে বিভক্তিকরণ ও পুনর্বিন্যাসের আবেদন করা হয়।এ প্রেক্ষিতে এ দুটি ইউনিয়নের ওয়ার্ডসমুহ বিভক্তিকরণ ও পুনর্বিন্যাসের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সঠিকভাবে এ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে ৯ মার্চ চার কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।এ দিকে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিয়ার রহমান সরেজমিনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করেন যে দৌলতদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আগের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল দক্ষিণ ধোপাগাথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু ওই বিদ্যালয়সহ সম্পূর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সেখানে ভোট গ্রহণের অবশিষ্ট কোনো জায়গা নেই এবং ভোটাররাও অন্যত্র চলে গেছেন।অপরদিকে দেবগ্রাম ইউনিয়নের ২, ৩ ও ৫ নং ওয়ার্ডের পূর্ববর্তী নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে বাঘাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব বেথুরী ইন্তাজ মোল্লার পাঠাগারে। কিন্তু বর্তমানে ওই ৩টি ওয়ার্ড ও ভোট কেন্দ্র নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ কারণে এ সকল ওয়ার্ডে ভোট গ্রহণের জন্য অবশিষ্ট কোনো জায়গা নেই।নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া এলাকার একাধিক সাধারণ ভোটাররা দাবি করেন, নতুন করে সিমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দুটি ইউনিয়নের নির্বাচন স্থগিত থাকা দরকার। যাতে করে সকলে সঠিক ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়।দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১২ (১) ও (২) অনুচ্ছেদ অনুযায়ী ওয়ার্ড বিভক্তিকরণ ও পুনর্বিন্যাস সংক্রান্ত পরিষদের রেজুলেশন যথাযথ কর্তৃপক্ষের নিকট দেয়া হয়েছে। আইনি জটিলতায় নির্বাচন স্থগিত হলেও পুনর্বিন্যাসের ব্যাপারে সার্বিক সহযোগিতা করে দ্রুত যাতে পুনর্বিন্যাস শেষ করে নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি তদন্ত করে যে রিপোর্ট পেশ করেছেন তা জেলা নির্বাচন কর্মকর্তা সরজমিনে পরিদর্শন তার সত্যতা নিশ্চিত হয়েছেন এবং তিনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একই ধরনের রিপোর্ট দিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩য় ধাপে ওই দুটি ইউনিয়নে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ নির্দেশে ইউনিয়নগুলোর নাম বাদ পড়েছে।তবে ২৩ এপ্রিল ৩য় ধাপে ইউপি নির্বাচনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদে এবং বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি, বহরপুর, ইসলামপুর, জামালপুর, জঙ্গল, নারুয়া ও নবাবপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।রুবেলুর রহমান/এফএ/আরআইপি