জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর ও এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরের পর জেলার ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে জামালপুর-কামালপুর আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী কাভার্ডভ্যানের টায়ার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে অটোরিকশায় থাকা শামীম মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন।
অপরদিকে ইসলামপুর উপজেলায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে ট্রাকের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মারা যান আরমান নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাসিম উদ্দিন/এফএ/এএসএম