দীর্ঘ প্রায় এক যুগ পর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। তবে এ সম্মেলনও কমিটি ঘোষণা না করেই শেষ করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) রাতে সম্মেলনের দ্বিতীয় পর্বে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় দ্রুত কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুইটির বিপরীতে ১৩ জন প্রার্থী তাদের নাম জমা দিয়েছেন। এরমধ্যে সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে সাতজন নাম দিয়েছেন।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যাওয়ার পথে প্রাণ গেলো ছাত্রলীগকর্মীর
এরআগে বিকেলে জেলা শহরের জেলা স্কুল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর মাধ্যমে শুরু হয় সম্মেলনের প্রথম পর্ব। পড়ে পরিবেশিত হয় স্বেচ্ছাসেবক লীগের থিম সং।
সম্মেলনের প্রথম পর্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
আরও পড়ুন: প্রতিবেশী নারীকে শ্লীলতাহানি, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল আলীম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ।
এছাড়া সম্মেলনে কেন্দ্রীয় ও বিভাগীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ স্থানীয় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুবেলুর রহমান/জেএস/এএসএম