প্রতিবেশী নারীকে শ্লীলতাহানি, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৭ জুলাই ২০২৩
স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান রনো

বরগুনায় প্রতিবেশী এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান রনোকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৭ জুলাই) দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, বরগুনা পৌরসভার বড়ইতলা এলাকার গত ৩ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধে এক নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। পরদিন আদালতে অভিযোগ দেন ভুক্তভোগী। পরে ঘটনা তদন্তে পুলিশকে নির্দেশ দেন আদালত।

গত ১ মে ঘটনার সত্যতা উল্লেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর ১১ জুন রনোসহ এ মামলায় তিন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এ মামলায় সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রনো। পরে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে হাজির হয়ে আসাদুজ্জামান রনো জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।