দেশজুড়ে

শান্তিগঞ্জে ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ক্যারাম খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ঠাকুরভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঠাকুরভোগ গ্রামের পূর্বপাড়া জালিয়া বাড়ির মনির মিয়া (৭০), মনির মিয়ার ছেলে মানিক মিয়া (৪৫), ডালিম মিয়া (৩৭), আব্দুল মুনাফের ছেলে আবদাল মিয়া (৬২), মোখলেছের ছেলে আবুল মিয়া (৪২) ও নূর মিয়ার ছেলে টিটু (২৫)। তাৎক্ষণিক বাকিদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ঘরবন্দী জীবনে ইনডোর গেমের কদর বেড়েছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে গ্রামের পূর্বপাড়া জালিয়া বাড়ি এলাকায় ক্যারাম খেলছিল কয়েকজন যুবক। এসময় খেলা নিয়ে আকলু মিয়ার ছেলে নয়নের সঙ্গে শিপুর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এ নিয়ে আকলু মিয়ার স্বজনরা মানিক মিয়ার লোকদের মারধর করেন। এতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম