নেত্রকোনার পূর্বধলায় পুকুরে ডুবে আশা মনি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বিশকাকুনি এলাকায় এ ঘটনা ঘটে। আশা মনি ধলা যাত্রাবাড়ি গ্রামের সুলতান মিয়ার মেয়ে।
স্বজনরা জানায়, বিকেলে পরিবারের লোকজন শিশুটিকে অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে আশা মনিকে ভাসতে দেখে বাড়ির লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এইচ এম কামাল/আরএইচ/এমএস