দেশজুড়ে

টাঙ্গাইলে একদিনে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রোববার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সাতজন, নাগরপুর উপজেলায় চারজন, দেলদুয়ার উপজেলায় দুইজন, সখিপুর উপজেলায় দুই জন এবং মধুপুর উপজেলার একজন। তারা স্থানীয় হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: খুলনা মেডিকেল আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৭ জন। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলাতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/জেএস/জেআইএম