দেশজুড়ে

টাঙ্গাইলে একদিনে ১০ ডেঙ্গু রোগী শনাক্ত

সারাদেশের মতো টাঙ্গাইলেও বেড়ে চলছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ডেঙ্গু: রেকর্ড ২২৯২ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৯

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলার দুজন, নাগরপুরের ছয়জন, সখিপুরের একজন এবং মধুপুরের একজন আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আক্রান্তরা স্থানীয় হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। সুস্থ হয়েছেন ১১৮ জন। এছাড়াও বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ৫৩ জন।

আরিফ উর রহমান টগর/জেএস/জেআইএম