ম্যানচেস্টারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ টেস্টের রোমাঞ্চ শেষ করে দিয়েছে বৃষ্টি। একই পরিণতি কি হবে পোর্ট অব স্পেনেও? ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টে শেষদিনে রোমাঞ্চের অপেক্ষা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টি সেই রোমাঞ্চে জল ঢালছে।
এখন পর্যন্ত বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা শুরুই করা যায়নি। প্রথম সেশন প্রায় শেষের পথে। অর্থাৎ এই টেস্টটা গড়াতে পারে ড্রয়ে।
অথচ ম্যাচ জেতার জন্য বড়সড় ঝুঁকিই নিয়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের সামনে মাত্র ৩৬৪ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে তারা। জয়ের জন্য ৩৬৫ রান করতে নেমে যদিও চতুর্থ দিন শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা। ৪৪ রানে ২ উইকেট হারানোর পর দিন শেষ করে তারা ৭৬ রানে।
ফলে শেষদিনে জিততে হলে ভারতের প্রয়োজন ৮ উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান। ৯০ ওভারে ২৮৯ রান করা খুব কঠিন কিছু নয়।
তবে এরই মধ্যে প্রায় এক সেশন খেলা বৃষ্টির পেটে চলে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা আর রইলো না বলা যায়। বৃষ্টি বন্ধ হলে যদি খেলা শুরু করা যায়, ভারত চাইবে ৮ উইকেট তুলে নিতে।
ক্যারিবীয়দের ব্যাটিং বিপর্যয়ে ফেলতে পরলে, সেটা অসম্ভব কিছু নয়। কিন্তু তার আগে বৃষ্টি বন্ধ হলে মাঠ প্রস্তুত করে খেলার পরিবেশ তো তৈরি করতে হবে!
এমএমআর/এএসএম