গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় যাত্রীরা দুর্ভোগে পড়লেও ওই সময়ে অন্য কোনো ট্রেনের শিডিউল ছিল না। সকাল ১০টা পর্যন্ত ওই লাইনে অন্য কোনো ট্রেন চলাচল করে না। তবে ১০টার আগেই ট্রেনটি সরিয়ে লাইন চালু করা সম্ভব বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, আউটারে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন ফেল হয়েছে। এখন ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করিয়ে লাইন চালু করা হবে।
আমিনুল ইসলাম/এসআর/জেআইএম