আন্তর্জাতিক

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে অগ্নিনির্বাপক প্লেন বিধ্বস্ত

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। সেখানের ইভিয়া দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। এদিকে দাবানলের কারণে দেশটির বহু বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধার করা হয়েছে হাজার হাজার স্থানীয় ও পর্যটককে। খবর আল-জাজিরার।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও শেয়ার করেছে। এতে দেখা যায়, প্লেনটি আগুনের ওপর পানি নিক্ষেপ করছে। তারপরে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন>রহস্যের আবহেই নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ চীনের

গ্রিসের বিমান বাহিনী জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাতে দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে যাচ্ছে। তবে প্লেনটিতে থাকা ক্রুদের ব্যাপারে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

Πτώση καναντέρ κατά τις προσπάθειες κατάσβεσης στην περιοχή του Πλατανιστού στην Κάρυστο.#ERTNews #ΕΡΤ #πυρκαγιά pic.twitter.com/J0ohmzQmMH

— ΕΡΤ (@ertofficial_) July 25, 2023

গ্রিক কর্মকর্তাদের মতে, প্লেনটি ক্যারিস্টোসের সবচেয়ে উঁচুতে একটি উপত্যকায় বিধ্বস্ত হয়। তাছাড়া ঘটনার পরই প্লেনটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন>দাবানলে পুড়ছে গ্রিস, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ

গ্রিসে উচ্চ তাপমাত্রার মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে রোডস ও করফু দ্বীপপুঞ্জসহ বেশ কয়েকটি পর্যটন স্পট থেকে অসংখ্য মানুষকে স্থানান্তর করা হয়েছে।

গ্রিসে গ্রীষ্মকালে দাবানল সাধারণ বিষয়। ২০১৮ সালে একটি দাবানলে এথেন্সের পূর্বাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী মাটি নামক গ্রামে দাবানলের ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়েছিল।

গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর ফলে এথেন্সসহ বেশকিছু জায়গায় দাবানল সতর্কতা জারি করেছে গ্রিস সরকার।

এমএসএম