রহস্যের আবহেই নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ চীনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৫ জুলাই ২০২৩
ওয়াং ই

রহস্যের জট খোলেনি। কারণ এখনো অদৃশ্য কিন গ্যাং। এই অবস্থায় তার জায়গায় চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওয়াং ইকে।

মঙ্গলবার (২৫ জুলাই) নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছে বেইজিং। প্রায় মাস খানেক ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না কিন গ্যাংকে। প্রশ্ন উঠছে, কোথায় আছেন তিনি? এত বড় পদে থাকা সত্ত্বেও কেনই বা এতদিন পর্দার আড়ালে রয়েছেন? সেই রহস্যের সমাধানের আগেই নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করলো চীন।

জানা গেছে, দেশটির শীর্ষ আইনসভা ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে। সেই বলেই তিনি শীর্ষপদে বসেছেন। যদিও সাবেক মন্ত্রীর নিখোঁজ রহস্যের সমাধান হয়নি।

আরও পড়ুন>১৩ বছর সংসার সামলানোর অভিজ্ঞতা, চাকরির সিভিতে সগর্ব ঘোষণা নারীর

গত ২৫ জুন বেইজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন কিন গ্যাং। তারপর থেকেই তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। সংবাদমাধ্যমে তার শেষ উপস্থিতি ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আন্দ্রে রুডেনকোর সঙ্গে। যিনি রাশিয়ায় ভাড়াটে সেনা ওয়াগনারের স্বল্পস্থায়ী বিদ্রোহের পরে চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বেইজিংয়ে এসেছিলেন।

আরও পড়ুন>ইরাকি বালিকার ঘোড়ার প্রতি মমত্ববোধ, মন কেড়েছে দুবাই শাসকের

তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিনের নিখোঁজ হওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছে বেইজিং। সপ্তাহ খানেক আগে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, কিন গ্যাং অসুস্থ। তাই তিনি আসিয়ান সামিটে উপস্থিত থাকতে পারেননি।

কিন্তু অনেকেই মনে করছেন, কিন গ্যাংয়ের জনসমক্ষে না আসার আসল কারণ গোপন করছে শি জিনপিং প্রশাসন। ৫৭ বছরের কিন গ্যাংকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই বিবেচনা করা হয়। তার পরেও নিখোঁজ কেন? প্রশ্ন উঠছে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।