মুন্সিগঞ্জের লৌহজংয়ে গ্রেফতার জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান বুধবার শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে লৌহজং থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। আজ তাদের আদালত তুলে মামলার তদন্ত কর্মকর্তা লৌহজং থানার পরিদর্শক সাইফুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বুধবার শুনানির জন্য দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে রোববার দিনগত রাতে লৌহজং উপজেলার বড় নওপাড়া এলাকা থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এএসএম