দেশজুড়ে

২০ বছর জাল সনদে চাকরি, উপাধ্যক্ষের বিরুদ্ধে দুদকে মামলা

জামালপুরের সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আহসান উল্লাহ ওরফে জুলহাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে।

২০ বছর ধরে জাল সনদে চাকরির অভিযোগে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে দুদকের জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু বাদী হয়ে মামলাটি করেন। উপাধ্যক্ষ মো. আহসান উল্লাহ উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া ডোয়াইলপাড়া গ্রামের মৃত হাজী মনির উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্র জানায়, মো. আহসান উল্লাহ ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং ১৯৯৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে প্রভাষক (কম্পিউটার) পদে যোগ দেন। পরবর্তীতে তিনি একই কলেজে উপাধ্যক্ষ পদে পদোন্নতি পান।

গত বছর তার বিরুদ্ধে কম্পিউটার প্রশিক্ষণের জাল সনদ দিয়ে চাকরিতে যোগদানের বিষয়ে অভিযোগ যায় দুদকের প্রধান কার্যালয়ে। জামালপুর সমন্বিত জেলা কার্যালয় তদন্তে নেমে অভিযোগের সত্যতা পায় এবং মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা করা হয়।

দুদকের জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম