অবশেষে চাঁদপুরের মেঘনার মোহনপুরে ৫ শতাধিক যাত্রী নিয়ে বিকল হয়ে যাওয়া এমভি ময়ূর-৭ লঞ্চকে পৌনে ৩ ঘণ্টা পর টেনে আনলো বিকল্প লঞ্চ এমভি ঈগল-৩। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিকল লঞ্চটিকে যাত্রীসহ চাঁদপুর নৌ টার্মিনালে ভিড়ানো হয়েছে। এতে স্বস্তি পেয়েছে যাত্রীরা। এর আগে দুপুরে এমভি ময়ূর-৭ ঢাকা থেকে ছেড়ে চাঁদপুরের মোহনপুরের কাছে আসলে লঞ্চের দু’টি ইঞ্জিনই বিকল হয়ে যায় এবং যাত্রী নিয়ে লঞ্চটি নদীতে ভাসতে থাকে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। ইকরাম চৌধুরী/ এমএএস/পিআর