দেশজুড়ে

হতাশাগ্রস্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে মো. আব্দুল হাই (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাপাডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুল হাই রাজারহাট সদর ইউনিয়নের নাপাডাঙ্গা গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল হাই দীর্ঘদিন ধরে প্যারালাইসিসের কারণে পঙ্গু হয়ে আছেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বুধবার সকাল ১০টার দিকে বাড়ির সবার অগোচরে শোবার ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন। বাড়ির লোকজন তাকে খুঁজতে ঘরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

আরও পড়ুন: ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখমের পর ফাঁস নিলেন স্বামী

স্থানীয় ইউপি সদস্য মো. হযরত আলী বলেন, আব্দুল হাই প্যারালাইজড হয়ে আছেন। কাজ-কর্ম করতে না পেরে সংসার নিয়ে হতাশার কারণে হয়তো আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ফজলুল করিম ফারাজী/জেএস/এমএস