নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী-সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহীন হোসেন সুমন (৪০) নামের এক ভণ্ড কবিরাজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন।
শাহীন হোসেন সুমন মুন্সিগঞ্জের মুক্তারপুর কাঠপট্টি এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি ফতুল্লার পাগলা সূর্যমুখী সিনেমা হল এলাকায় থেকে কবিরাজীর নামে প্রতারণা করে আসছিলেন।
আরও পড়ুন: কবিরাজের কথায় ছেলেকে বেঁধে রেখেছে বাবা-মা
মামলায় উল্লেখ করা হয়, গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করেন। তাদের পাঁচ বছর বয়সী কন্যার জন্ডিস হয়েছে মনে হওয়ায় চিকিৎসার জন্য শাহীন হোসেন সুমনের কাছে নিয়ে যান। তখন শাহীন হোসেন সুমন তাদের বাসায় গিয়ে চিকিৎসা দেওয়ার কথা বলেন। এতে গৃহবধূ ও তার স্বামী বাসায় চলে যান।
এরপর মঙ্গলবার বিকেলে গৃহবধূর বাসায় এসে বলেন বাচ্চার চিকিৎসা দরকার নেই তার মায়ের চিকিৎসা করলেই হবে। একথা বলে গৃহবধূর স্বামী ও সন্তানকে বাহিরে বের করে দিয়ে ধর্ষণের চেষ্টা চালায় শাহীন হোসেন সুমন। এসময় গৃহবধূ চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ভণ্ড কবিরাজ শাহীন হোসেন সুমনকে গণপিটুনি পুলিশে সোর্পদ করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস