অর্থনীতি

পাঁচটি রপ্তানি ট্রফি পাচ্ছে প্রাণ-আরএফএল

২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’র জন্য নির্বাচিত হয়েছে ৭৩টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের রয়েছে পাঁচটি প্রতিষ্ঠান।

সোমবার (২৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-৪ শাখা) এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন>> জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে প্রাণসহ ৭৩ প্রতিষ্ঠান

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, কৃষি প্রক্রিয়াজাত পণ্য খাতে (তামাক ব্যতীত) স্বর্ণপদক পাচ্ছে প্রাণ ডেইরি লিমিটেড, রৌপ্যপদক পাচ্ছে হবিগঞ্জ এগ্রো লিমিটেড। মেলামাইন পণ্য খাতে স্বর্ণপদক পাচ্ছে ডিউরেবল প্লাস্টিক লিমিটেড। প্লাস্টিক খাতে রৌপ্য পদক পাচ্ছে অলপ্ল্যাস্ট বাংলাদেশ লিমিটেড।

এছাড়াও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে রৌপ্যপদক পাচ্ছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-২)

আইএইচআর/ইএ/জিকেএস