খেলাধুলা

২৬ রানে ৭ উইকেট, ক্যারিবীয়দের দুমড়ে-মুচড়ে বড় জয় ভারতের

৩ উইকেটে ছিল ৮৮ রান। ওভার তখন মাত্র ১৫টা পেরিয়েছে। রানরেটও তাই ভালোই ছিল। এমন জায়গা থেকে হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়লো ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

রবীন্দ্র জাদেজা আর কুলদ্বীপ যাদবের ঘূর্ণিবিষে নীল হয়ে ২৩ ওভারে ১১৪ রানেই গুটিয়ে গেলো ক্যারিবীয়রা। অর্থাৎ ২৬ রানে শেষ ৭ উইকেট পড়েছে স্বাগতিক দলের।

ব্রিজটাউনে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের দুমড়ে-মুচড়ে ৫ উইকেট আর ১৬৩ বল হাতে রেখে বড় জয় পেয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত শর্মার দল।

কেনিংস্টন ওভালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ক্যারিবীয়রা। তবে অধিনায়ক শাই হোপ একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।

অনেকটা সফলও হয়েছিলেন হোপ। কিন্তু ৮৮ রানে চতুর্থ উইকেট পড়ার পর হঠাৎ বিভীষিকা নেমে আসে ক্যারিবীয়দের ইনিংসে। দীর্ঘ দুই বছর পর দলে ফেরা সিমরন হেটমায়ারকে ইনিংসের ১৬তম ওভারে বোল্ড করেন জাদেজা।

নিজের পরের ওভারে জোড়া শিকার করেন ভারতীয় এই স্পিনার। রভম্যান পাওয়েল আর রোমারিও শেফার্ডকে দ্রুত সাজঘরে ফেরান তিনি।

এরপর লেজ ছেঁটে দেওয়ার কাজটা করেছেন কুলদ্বীপ। একের পর এক উইকেট নিতে থাকেন তিনি। শাই হোপ একটা প্রান্ত ধরে ছিলেন।

নবম ব্যাটার হিসেবে তাকেও সাজঘরের পথ দেখান কুলদ্বীপই। ৪৫ বলে ৪৩ করে এলবিডব্লিউ হন হোপ। এছাড়া অলিক অ্যাথানেজের ব্যাট থেকে আসে ১৮ বলে ২২ রান।

কুলদ্বীপ মাত্র ৬ রান খরচায় ৪টি এবং জাদেজা ৩৭ রানে নেন ৩টি উইকেট।

লক্ষ্য মাত্র ১১৫ রানের। ওপেনার ইশান কিশান ৪৬ বলে ৫২ রানের ঝড় তুলে দলকে জয়ের পথ গড়ে দেন।

যদিও দ্রুত রান তাড়া করতে গিয়ে ৫টি উইকেট হারায় ভারত। তবে জাদেজা ১৬ আর রোহিতের ১২ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন।

এমএমআর/এএসএম