যশোর শিক্ষা বোর্ডে ফলাফলের দিক থেকে শীর্ষে অবস্থান করছে সাতক্ষীরা। এ জেলা থেকে ৯১ দশমিক ৯৬ ভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছরও ৯৭ দশমিক ৩৮ ভাগ শিক্ষার্থী পাস করে বোর্ডের মধ্যে সেরা ছিল জেলাটি।
শুক্রবার (২৮ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, এবার যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ।
বোর্ড সূত্র জানায়, এবারো ফলাফলে সবারে শেষে অবস্থান করছে নড়াইল। এ জেলা থেকে পাস করেছে ৮০ ভাগ। গত বছর এ জেলা থেকে পাস করেছিল ৯২ দশমিক ৫৫ ভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা। এ জেলা থেকে ৯০ দশমিক ২১ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। গত বছর ৯৫ দশমিক ৭৫ ভাগ কৃতকার্য পরীক্ষার্থী নিয়ে তৃতীয় অবস্থানে ছিল জেলাটি। গত বছর দ্বিতীয় অবস্থানে থাকা যশোর এবার তৃতীয় স্থানে নেমে গেছে। এ জেলা থেকে ৮৭ দশমিক ৫৩ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর এ জেলা থেকে ৯৫ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
আরও পড়ুন: এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৯ শতাংশ
চতুর্থ স্থানে রয়েছে বাগেরহাট। এ জেলার পাসের হার ৮৬ দশমিক ৬ ভাগ। গত বছর এ জেলার পাসের হার ছিল ৯৫ দশমিক ২৮ ভাগ। পঞ্চম অবস্থানে রয়েছে কুষ্টিয়া। এ জেলায় পাসের হার ৮৫ দশমিক ২১ ভাগ। গত বছর এ পাসের হার ছিল ৯৫ দশমিক ৪১ ভাগ। ৬ষ্ট অবস্থানে রয়েছে মেহেরপুর। এবার জেলায় পাসের হার ৮৩ দশমিক ৭৩। গত বছর ছিল ৯৪ দশমিক ৩৩।
সপ্তম অবস্থানে চুয়াডাঙ্গা জেলা। এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৪৫ ভাগ। গত বছর এই হার ছিল ৯৪ দশমিক ৭০ ভাগ। অষ্টম অবস্থানে রয়েছে ঝিনাইদহ। এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ০৪ ভাগ। গত বছর ৯৩ দশমিক ৫৯ শতাংশ। মাগুরা জেলার অবস্থান নবম স্থানে নেমেছে। এ জেলার পাসের হার ৮০ দশমিক ৯৮। গত বছর এ হার ছিল ৯৩ দশমিক ৭৬।
মিলন রহমান/আরএইচ/এএসএম