জাতীয়

সিউলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপিত

সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দূতাবাসের সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে ছিল সিউলস্থ কোরিয়া কেন্ট আন্তর্জাতিক স্কুলে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিশুদের অংশগ্রহণে বাংলাদেশ বিষয়ে রচনা/উপস্থাপনা প্রতিযোগিতা, প্রবাসী বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান ও শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।দক্ষিণ কোরিয়ায় এই প্রথম সকালে কোরিয়া কেন্ট আন্তর্জাতিক স্কুলে সপ্তাহব্যাপী রচনা/উপস্থাপনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন দেশের শিশুদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা করেন কোরিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান। প্রায় ২০টি দেশের শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূত শিশুদের বাংলাদেশ-সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশকে ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বের সামনে উপস্থাপনের এ অভিনব উদ্যোগকে স্কুল কর্তৃপক্ষ স্বাগত জানায় এবং ছাত্রদের জ্ঞানের পরিধি বাড়ানোয় সহায়ক এ ধরনের কর্মসূচি আগামীতেও আয়োজনের অনুরোধ করে।রাষ্ট্রদূত জুলফিকার রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক মুক্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভর সংগ্রাম এবং ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধুর বর্ণময় ও সংগ্রামমুখর জীবনের উপর আলোকপাত এবং তাঁর জীবনাদর্শ থেকে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা শিক্ষা দেয়ার জন্য অভিভাবকদেরকে অনুরোধ করেন। শিশুদেরকে জাতির ভবিষ্যত হিসেবে উল্লেখ করে তাদেরকে সুন্দর মানুষ হিসাবে গড়ে উঠার জন্য তিনি উৎসাহিত করেন।এএইচ/পিআর