নেত্রকোনায় ব্যারিস্টার সুমনের খেলা দেখলেন হাজারো মানুষ। তবে আরিফ খান জয় ফুটবল একাডেমির সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলায় কোনো দল গোল করতে পারেনি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলা স্টেডিয়ামে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় কোনো পক্ষই গোল করতে পারেনি। তবে শেষবেলায় সুমন একাডেমির একজন খেলোয়াড়কে লালকার্ড দেখান রেফারি।
আরও পড়ুন: ছাদে-গাছে উঠে ব্যারিস্টার সুমনের খেলা দেখলেন দর্শক
এদিকে খেলা শুরুর আগেই হাজারো দর্শক মাঠে এসে ভিড় করেন। এক পর্যায়ে স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ হয়ে বাইরের সড়কও পূর্ণ হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া মাঠের পাশে থাকা বিভিন্ন ভবনের ছাদেও উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
খেলায় দর্শকের মূল আকর্ষণ ছিলেন ব্যারিস্টার সুমন। তিনি নিজের টিমের হয়ে খেলায় অংশ নেন। ব্যারিস্টার সুমনের সঙ্গে ছবি-সেলফি তুলতে শত শত মানুষ মাঠে ভিড় করেন। পরিস্থিতি সামলা দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।
আরও পড়ুন: রাজবাড়ীতে ব্যারিস্টার সুমনের খেলা দেখলেন হাজারো মানুষ
খেলা দেখতে আসা দর্শকরা জানান, স্মরণকালের মধ্যে জেলায় কোনো খেলায় তারা এত মানুষের উপস্থিতি লক্ষ্য করেননি। বর্তমান সময়ে মানুষ খেলাধুলা দেখা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই মনে করা হয়। আজকের এই খেলা সেই ধারণা বদলে দিয়েছে। তবে ব্যারিস্টার সুমনের কারণে দর্শক হয়তো বেশি হয়েছে বলে তাদের ধারণা।
খেলার আয়োজক আরিফ খান জয় বলেন, আজ যত মানুষ ফুটবল খেলা দেখতে এসেছেন, এত মানুষের ভিড় বিগত ১০ বছরে কোনো খেলায় দেখিনি। অবিশ্বাস্য রকমের লোক সমাগম। স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে রাস্তায় ঠাঁই ছিল না।
এইচ এম কামাল/বিএ