প্রতিহিংসার ছোবল থেকে শিশুদের মুক্ত রাখার আহ্বান জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাঘর ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, দেশজুড়ে আজ শিশু নির্যাতন মহামারী রূপ ধারণ করেছে। সারাদেশে এখন শিশু নির্যাতনের এক জীবন্ত কারাগারে পরিণত হয়েছে। বর্বর, অমানবিক, পৈশাচিকভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও চলছে শিশুদের উপর নির্যাতনের স্টিম রোলার। শিশুদের আর্তচিৎকারে আজ কেঁপে উঠেছে সারাদেশ।সাধারণ সম্পাদক তৌহিদ রিপনসহ সংগঠনের সদস্য এবং নানা বয়সী শিশু-কিশোররা মানববন্ধনে অংশ নেয়।এএস/এনএফ/পিআর