বরিশালের তালতলী নদীতে অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে জব্দ করা জাটকাগুলো এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। কোস্ট গার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মঞ্জুুরুল করিম বলেন, তারা বৃহস্পতিবার রাতভর অভিযান চালায়। শেষ রাতের দিকে তালতলি এলাকা থেকে বিক্রির জন্য আনা ৫২টি ড্রাম ভর্তি ২০০ মণ জাটকা জব্দ করেন। তবে এ সময় কাউকে আটক করতে পারেন নি। মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বলেন, অভিযানে তারা জাটকা এবং কারেন্ট জাল জব্দ করেছেন। মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জাল পোড়ানোর প্রস্তুতি চলছে।সাইফ আমীন/এসএস/পিআর