দেশজুড়ে

গাজীপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান, জেল-জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লাইসেন্স না থাকায় বেশ কিছু যানবাহনকে মোট ২২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কাপাসিয়া মোড়ে এ অভিযান চালানো হয়। যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজিজুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা আনতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কাপাসিয়া মোড়ে তিনি ও এসিল্যান্ড যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাস-ট্রাক, লরি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশার লাইসেন্স ও রুট পারমিট যাচাই-বাছাই করা হয়। পরে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লাইসেন্স না থাকায় বেশ কিছু যানবাহনকে সড়ক পরিবহন আইন ২০১৮ ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ২২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড ও একজনকে একদিনের কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/কেএসআর