দেশজুড়ে

টাঙ্গাইলে আরও ১১ ডেঙ্গু রোগী শনাক্ত

সারাদেশের মতো টাঙ্গাইলেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। একদিনেই এ জেলায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো মিনহাজ উদ্দিন মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ১৯১

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় আটজন, দেলদুয়ার উপজেলায় একজন, মধুপুর উপজেলায় রয়েছেন দুইজন।

তিনি আরও বলেন, চলতি বছরে এ পর্যন্ত টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। সুস্থ হয়েছেন ২৬৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৮১ জন। মারা গেছেন একজন।

আরিফ উর রহমান টগর/জেএস/জেআইএম