বরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ১৯১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৫:৩৫ এএম, ৩০ জুলাই ২০২৩

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে অজুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে এ পর্যন্ত ৮ জন মারা গেছেন।

শনিবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অজুফা বেগম ঝালকাঠির বাউকাঠি এলাকার বারেক মৃধার স্ত্রী।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান। ২৮ জুলাই বিকেলে অজুফা বেগম হাসপাতালে ভর্তি হন। ভর্তির ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন ও ভোলা সদর হাসপাতালে একজন মারা গেছেন।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯১ রোগী। এর মধ্যে বরিশালে ৭৭ জন, পটুয়াখালীতে ৬৭ জন, পিরোজপুরে ২৪ জন, ভোলায় ১০ জন, বরগুনায় ১৩ জন রয়েছেন। তবে এ সময়ে ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি। শনিবার পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২২৩ ডেঙ্গুরোগী।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৬৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৬ জন। মারা গেছেন ৮ জন।

শাওন খান/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।