কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াত। রোববার (৩০ জুলাই) সকালে শহরের দাদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জাহাজঘর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী সভাপতিত্বে সমাবেশে সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সম্পাদক মাওলানা আব্দুল হামিদ মিয়া, শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, শহর জামায়াতের আমির আব্দুস সবুর খান, কুড়িগ্রাম সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল, শিবিরের জেলা সভাপতি মোকসেদুল হক ও সাধারণ সম্পাদক মেহদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম