জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে ‘বাংলাদেশ শিশু একাডেমি বইমেলা ২০১৬’। শুক্রবার সকালে মেলা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। সভাপতিত্ব করেন শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল শিশুদের পরিবেশনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় পতাকা হাতে নান্দনিক নৃত্য। মেলা উদযাপন কমিটির সদস্যসচিব ও গ্রন্থাগারিক রেজিনা আক্তার বলেন, মেলায় প্রতিদিন বিকাল ৩টা থেকে রয়েছে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক তিন বিভাগে প্রতিযোগিতা। শনিবার চিত্রাংকন ও গণিতের ধাঁধা, রোববার দেশের গান, সোমবার সাধারণ নৃত্য, মঙ্গলবার ধারাবাহিক গল্পবলা, রুবিক্স (পাজেল মিলানো) ও উপস্থিত রচনা লেখা, বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক আবৃত্তি ও একক অভিনয় এবং বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক একক অভিনয়। ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা চলবে বইমেলা। ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১১টায়।অগ্রণী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি বইমেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা সবার জন্য উন্মুক্ত।এআরএস/এমএস