বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. ফারহানা হককে নতুন প্রক্টর নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ আদেশ প্রদান করা হয়। তিনি আজ থেকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ড. ফারহানা হক প্রথম নারী হিসেবে এ দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের কৃতি শিক্ষার্থী ড. ফারহানা হক শম্পা ইতোপূর্বে বশেমুরকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগীয় প্রধান, বঙ্গমাতা হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সুনাম অর্জন করেছেন।
দুই সন্তানের জননী ড. ফারহানা হক জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান (দুলাল) এমপি এবং মা আফরোজা হক।
আমিনুল ইসলাম/এফএ/এমএস