দেশজুড়ে

শামা ওবায়েদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি নিক্সন চৌধুরীর

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে ফরিদপুরে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। একইসঙ্গে বলেছেন, নেত্রীকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ‘তুই-তুকারি’ কথা বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন।

সোমবার (৩১ জুলাই) রাতে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ হুমকি দেন নিক্সন চৌধুরী।

সালথায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে বিএনপি নেত্রী শামা ওবায়েদকে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী বলেন, “আপনি একজন নারী। আপনার বাবা (প্রয়াত কেএম ওবায়দুর রহমান) একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন। আপনি তার মেয়ে। ছোট মুখে বড় কথা বলেন। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেন, ‘তুই-তুকারি’ সম্বোধন করেন। আপনি সাবধান হয়ে যান, ভবিষ্যতে যদি নেত্রীকে নিয়ে এরকম বেয়াদবি বক্তব্য দেন, দক্ষিণবঙ্গে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে এই বেয়াদবকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আপনার (ফরিদপুর-২ আসনের এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু) সঙ্গে থাকবো। আগামীতে যদি আমার নেত্রীকে এই বেয়াদব (শামা ওবায়েদ) তুই-তামাক্কা কইরা কথা বলে, তার জিব টাইনা আমরা ছিঁড়া ফেলবো।’

যুবলীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়ে গেছেন। তিনি আমাদের আদর্শ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরিব-দুঃখী মানুষদের নিয়ে সোনার বাংলা গড়ার। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য শেখ হাসিনা যখন এগিয়ে যাচ্ছেন, বিএনপি-জামায়াত তখন ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামায়াতের এ আগুন সন্ত্রাস রুখে দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। তাদের সব ষড়যন্ত্র মোকাবিলায় মাঠে থাকবে যুবলীগ।’

সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু। সালথা উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক আবু মুনির শহীদুল হক রাসেল।

এদিকে, নিক্সন চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, ‘শামা ওবায়েদ ভয় পায় না। গণতন্ত্রের স্বার্থে আমি যতবার হুংকার ছাড়তে হয়, ততবার হুংকার ছেড়ে যাবো। নিক্সন চৌধুরীর এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা আমার পছন্দ নয়।

এন কে বি নয়ন/এসআর/এএসএম