বিনোদন

বাংলাদেশে ইন্দ্রাণী হালদার

সৃষ্টি কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত এক প্রদর্শনী দেখতেই ঢাকায় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। কিন্তু প্রদর্শনী তো কলকাতা শহরেরও রোজ গোটা কয়েক হয়েই থাকে। তবে ঢাকায় তিনি শুধুমাত্র এক প্রদর্শনী দেখতে ছুটলেন কেন?ইন্দ্রাণী বলছেন, হ্যাঁ শুধুমাত্র এটি দেখতেই এসেছি। এমনটাই কথা ছিল। ২০ বছর পর ঢাকায় এসেছি। আগের চেয়ে শহরের চেহারা অনেকটাই পালটে গেছে। কথা দিয়েছিলাম পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন ‘বাদী বন্দার রূপকথা’র প্রদর্শনী উদ্বোধন করতেই আসব। নিজে চোখে এসে প্রদর্শনীটি দেখে যাব। কথা রেখেছি।ইন্দ্রাণী আরও বলছেন, এটা একটা বিশ্বমানের কাজ। কত দর্শক তো শুনলাম টিকিট না পেয়ে ফিরে এসেছেন। বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী নিপা, হিরু অভিনেত্রীর খুবই ঘনিষ্ঠ বন্ধু। প্রোডাকশনটির নির্দেশনা ও পরিচালনা করেছেন তাঁরই আরেক বন্ধু সুকল্যাণ ভট্টাচার্য। সেই সূত্রেরই তাঁর বাংলাদেশে যাওয়ার হেতু জোরদার হয়েছে। এর আগে ১৯৯৭ সালে বাংলাদেশি পরিচালক শরিফ আহেমেদের ‘ক্ষণিক বসন্ত’ টেলিফিল্মে কাজ করেছিলেন ইন্দ্রাণী।