উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের লড়াই কঠিন প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেমিতে ওঠার লড়াইয়ে স্বদেশী ক্লাব আথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে মেসি-নেইমার-সুয়ারেজরা। তবে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ চারের ওঠার লড়াইয়ে জার্মানির ক্লাব ভলফসবুর্গের মুখোমুখি হবে তারা।শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। বার্সেলোনার মত কঠিন প্রতিপক্ষ পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও। ফরাসি চ্যাম্পিয়ন্স পিএসজির বিপক্ষে খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। আর জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ লড়বে পর্তুগালের দল বেনফিকার সঙ্গে।আগামী ৫ ও ৬ এপ্রিল কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর ফিরতি পর্বের ম্যাচগুলো হবে ১২ ও ১৩ এপ্রিল।আরটি/আইএইচএস/এমএস