সিরাজগঞ্জে চার মাস পর কবর থেকে মাহমুদুল হাসান বাবু (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উত্তোলন করেছে পুলিশ।
পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে চৌহালী উপজেলার দক্ষিণ খাষকাউলিয়া পারিবারিক কবরস্থান থেকে বুধবার (২ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। মাহমুদুল হাসান বাবু একই গ্রামের ময়নুল হকের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ সময় নিহতের পরিবার ও স্বজনের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজনরা হত্যাকারীদের শাস্তির দাবিতে বিলাপ করতে থাকেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ দুপুরে মাহমুদুল হাসান বাবু তার বন্ধু মজিবর ও রাকিবের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর বিকেল ৫টার দিকে সংবাদ আসে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌদ্দখাদায় মোটরসাইকেল দুর্ঘনায় আহত হয়ে বাবু মারা গেছে। প্রথমে মামলার বাদী ভাই-ভাতিজাদের কথা শুনে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু ভেবে তাকে কবরস্থ করেন। কিন্তু মৃত্যুর আলামত দেখে তাদের বুঝতে বাকি থাকে না যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পরবর্তীতে মাহমুদ হাসান বাবুর নানা আবু ইউছুফ মন্ডল ২ জুন চৌহালী থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে একই গ্রামের শামছুল হকের ছেলে মজিবর (১৪), রাকিব (১৩), আ. হামেদ ওরফে সফরের ছেলে মোক্তার (৪০) ও ইউসুফ করাতীর ছেলে এরশাদের (৩০) নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩৫ জনকে আসামি করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই স্কুলছাত্রের মৃত্যুর পর থানায় জানানো হয়নি। হঠাৎ নিহতের নানার মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলন করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এম এ মালেক/এফএ/জিকেএস