মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে এরই মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আটজন। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। জীবিত উদ্ধার করা হয়েছে ৩২ জনকে।
শনিবার (৫ আগস্ট) রাতে জাগো নিউজকে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, শনিবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। এরমধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৮ জন।
পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে সিরাজদিখান এর দিকে যাচ্ছিলো পিকনিকের ট্রলারটি। রাত আটটার দিকে ঈদের পাড়া ইউনিয়নের রসকাটি এলাকায় পৌঁছালে অন্ধকারে একটি বালুবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি।
এসময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় বাকিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালছে।
আরএসএম/এমএসএম