জাতীয়

বাংলাদেশ ব্যাংকে আবারো সিআইডি টিম

রিজার্ভের টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকে ৪র্থ দিনের মতো প্রবেশ করেছে সিআইডির একটি তদন্ত দল। শনিবার দুপুরে দু’দফায় তারা ব্যাংকে  তদন্তকাজ পরিচালনা করছে। দুপুর দেড়টা  পর্যন্ত তারা বাংলাদেশ ব্যাংকের ভেতরে অবস্থান করছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী। সিআইডির সংগে ছিলেন সুইফট কোডের দুজন সদস্য।এর আগে রিজার্ভের টাকা চুরির ঘটনা তদন্তে বুধ, বৃহস্পতি ও শুক্রবার বাংলাদেশ ব্যাংকে যান সিআইডি কর্মকর্তারা। এসময় তারা একটি কম্পিউটার জব্দ করেন। বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে অনানুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ করেন তারা। এআর/এএইচ/এমএস