টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে মোহাম্মদ আমিরের শুরুটা বেশ সাফল্যজনক। প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে বল হাতে তুলে নেন দুই উইকেট। তার এই দুর্দান্ত পারফর্মেন্সের ফলে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে স্পটলাইটটা তার দিকেই থাকবে বেশি, তাতে কোন সন্দেহ নেই। ভারত-পাকিস্তান ম্যাচে বল হাতে জ্বলে উঠবেন তিনি, এমনটাই প্রত্যাশা তার ভক্তদের।নিজের ধারাবাহিক সাফল্যে পাকিস্তানের ভক্তদের কাছে রীতিমত নায়ক বনে গেছেন আমির। কিন্তু তার চোখে ভারতীয় ক্রিকেটে তার পছন্দের একজন নায়ক রয়েছেন। যাকে তিনি ভারতীয় ক্রিকেটের সালমান খান হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আর কেউ নন ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড বিরাট কোহলি।নিজেকে সালমান খানের ভক্ত উল্লেখ করে এক সাক্ষাকারে আমির বলেন, সালমনকে দারুণ লাগে আমার। প্লাস উনি যে টপে থেকেও চ্যারিটির জন্য এত সময় দেন এটা আমার কাছে খুব আকর্ষণীয়।আরএ/এমআর/এবিএস